শিক্ষাজীবনের প্রথম ধাপ অতিক্রম করে ঐতিহ্যবাহী কালিহাতী শাজাহান সিরাজ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আন্তরিক অভিনন্দন। কালিহাতী উপজেলার প্রাণকেন্দ্রে ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্বপাশে প্রায় দশ একর জমির উপর অবস্তিত সম্পূর্ণ রাজনীতিমুক্ত এবং ব্যতিক্রমধারার এক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে গড়ে ওঠা আদর্শ শিক্ষা পতিষ্ঠান “কালিহাতী শাজাহান সিরাজ কলেজ”-এ তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি।
মহান স্বাধীনতার ইশত্হোর পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, কালিহাতীর মানুষের প্রানপ্রিয় নেতা জনাব শাজাহান সিরাজ তাঁর হৃদয়ের অপার মমতা দিয়ে কালিহাতীর সাধারণ মানুষের দুয়ারে শিক্ষার আলো পৌছে দেয়ার মহৎ উদ্দেশ্য য়ে ১৯৭৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। শিক্ষা-সহায়ক(সংস্কৃতি চর্চা, খেলাধুলা, বিনোধন ও বির্তক) কর্মকান্ডের মাধ্যমে নিজের প্রতিভাবে বিকশিত করার অফুরন্ত সুযোগও থাকছে। আমার বিশ্বাস তোমরা এ কলেজ পড়ালেখা করে এই গৌরবের অংশীদার হতে যাচ্ছ। তাই কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম।
নবীনদের আগমনে কলেজের সবুজ চত্ত্বর হোক মুখরিত। আলোকিত জীবনের পথে তোমাদের যাত্রা শুভ হোক মহান আল্লাহর কাছে এ প্রার্থনাই করছি।
মোঃ মজিবর রহমান