আমাদের লক্ষ্য

১. ছাত্র-ছাত্রীদের মেধার মান উন্নয়ন।

২. শিক্ষারাথীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সর্বক্ষেত্রে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা।

৩. শিক্ষারাথীদের দেশ প্রেম, মূল্যবোধ, কর্তব্যজ্ঞান, শৃঙাখলাবোধ ও পরিবেশ সচেতন করে গড়ে তোলা।

৪. সকল কু সংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি চেতনা গড়ে তোলা।

৫. ইতিহাস ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে ধারণা প্রদান।

৬. এই গুলাই আমাদের লক্ষ্য