একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম

২০১৮, ২০১৯ ও ২০২০ সালে দেশের যে কোনো শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/ সমমান পরীক্ষার নূন্যতম জিপি এ ২.৫০ ( বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য নূন্যতম জিপি এ ৩.৫০) পেয়ে উর্ত্তীণ ছাত্র-ছাত্রী কতৃক নির্ভূল ও সঠিকভাবে পূরণকৃত ভর্তি ফরম ও নির্ধারিত ফি জমা দিয়ে বোর্ড নির্ধারিত নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হতে হবে।

ভর্তি হতে যা প্রয়োজন

ক) এসএসসি / সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূলকপি ও ফটোকপি ২ টি।

খ) সর্বশেষ অধ্যয়নকৃত প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্রের ফটোকপি ২ টি।

গ) এসএসসি / সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ২টি।

ঘ) সদ্য তোলা পাসপোট সাইজের রঙ্গিন ছবি ৪টি।

ঙ) পাঠ বিরতি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)

বি.দ্র. সকল কাগজপত্র সত্যায়ীতবিহীন।

প্রাথমিক আবেদনের নিয়ম

sms এর মাধ্যমে

শুধুমাত্র Teletalk Prepaid Number ব্যবহার করতে হবে।

(ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যামক শিক্ষা বোর্ড, ঢাকা

১ম sms পদ্ধতি:

CAD

COLLEGE EIIN

EXPECTED GROUP

SSC BOARD

SSC ROLL

PASSING YEAR

SHIFT

VERSION

QUOTA

 

⇨16222

উদাহরণ : CAD 114351 SC DHA 123456 2019 D B FQ  ⇨ 16222

২য় SMS পদ্ধতি :

CAD

YES

PIN

CONTACT NUMBER

⇨ 16222

উদাহরণ: CAD YES 12345678 01700000000 ⇨ 16222

(খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড :

১ম sms পদ্ধতি:

CAD

COLLEGE CODE

EXPECTED TRADE

SSC BOARD

SSC ROLL

PASSING YEAR

SHIFT

VERSION

QUOTA

 

⇨ 16222

উদাহরণ : CAD 54033 HC DHA 123456 2019 D B FQ ⇨ 16222

 ২য় SMS পদ্ধতি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ডাকা-এর ২য় SMS পদ্ধতির ন্যায়।

তথ্যাবলি : COLLEGE EIIN = 114351, COLLEGECODE = 54033, বিজ্ঞান = SC, মানবিক = HU, ব্যবসায় শিক্ষা = BS, কম্পিউটার অপারেশন = HC,  হিসাবরক্ষণ =  HA , সেক্রেন্টারিয়েন সায়েন্স = HS,  উদ্যেক্তা উন্নয়ন = HE, বোর্ড = DHA, CHI, RAJ, BAR, JES, DIN, SYL, COM, TEC, MAD, পাসের সন = ২০২০, ২০১৯, ২০১৮, ডে-সিফট = D বাংলা ভার্সন = B, মুক্তিযোদ্ধা  কোটা = FQ এবং কোটা না থাকলে দরকার নেই।

অনলাইনের মাধ্যমে

অনলাইনের মাধ্যমে প্রাথমিক আবেদন www. xiclassadmission.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত নিয়মে Teletalk Prepaid Number  এর সাহায্যে আবেদন ফি জমা দিতে হবে।