কালিহাতী কলেজে অধ্যয়নরত প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিয়মিতভাবে ( বাধ্যতামূলক) কলেজের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম্) পরিধান করে আইডি কার্ড্সহ (পরিচয়পত্র) কলেজে আসতে হবে। ছাত্রদের সাদাশাট-কালোপ্যান্ট ছাত্রীদের সাদা সালোয়ার কামিজ। প্রযোজ্য ক্ষেত্রে কালো বোরখাসহ মাথায় সাদা স্কার্ফ্। এটি কলেজের শৃঙ্খলা অন্তভূক্ত। কলেজ ইউনিফর্ম্ পরিধান করে কলেজের ভিতরে বা বাহিরে কোনো প্রকার অশোভন বা শৃঙ্খলা পরিপন্থী কাজ করা যাবে না। যে কেনো ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কলেজ হতে বহিষ্কারের বিধান রয়েছে।
বি.দ্র. কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ।