মাসিক বেতন |
পরীক্ষার ফি সমূহ |
১.মানবিক :১৯৫/- ২. ব্যবসায় শিক্ষা :১৯৫/- ৩. বিজ্ঞান : ২২০/- ৪. এইচএসসি (বিএম) : ৩৯০/- ৫. বিএ :২২০/- ৬. বিএসএস :২২০/- ৭.বিবিএস : ২২০/- ৮. বিএসসি : ২৪০/-
|
১.ত্রৈ-মাসিক, ষান্মাসিক, বার্ষিক :৪০০/- প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা (৭ পত্র) ২. ব্যবহারিক ৫০/- [বি.দ্র. ভর্তি্ ফি সেশন চার্জ্সহ অন্যন্যা বিষয় অফিস হতে আনা যাবে। |
জরিমানা |
বিভিন্ন পত্র ও ফি |
১. ক্লাসে অনুপস্থিতি ( প্রতি ক্লাসে) : ৫/- ২. ত্রৈ-মাসিক, ষান্মাসিক, বার্ষ্িক প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষায় অনুপস্থিতি (প্রতিপত্রে) : ২০০/- ৩.ত্রৈ-মাসিক, ষান্মাসিক, বার্ষিক প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য (প্রতি পত্রে) : ১০০/- |
১. ছাড় পত্র :২০০/- ২. মূল সনদপত্র :২০০/- ৩. অধ্যয়নরত প্রত্যয়নপত্র:২০০/- ৪. প্রশংসাপত্র :২০০/- ৫.পরিচয় পত্র/প্রক্সিমিটি : ১২০/- ৬. ডিজিটাল এ্যাটেনডেন্স (২বছর) : ২৪০/- [বি.দ্র. কলেজের সকল পাওনা পরিশোধপূর্ব্ক উপরোক্ত ফি প্রদানের পর অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।] |
বি. দ্র. রসিদবিহীন যে কোনো ধরনের লেন-দেন নিষিদ্ধ। এর ব্যতয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি ও ছাত্র-ছাত্রী দায়ী থাকবে। যে কোনো সময় বেতন ও অন্যান্য ফিসমূহ হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কতৃপক্ষ সংরক্ষণ করেন।