শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষিত সন্তান জাতির অমূল্য সম্পদ। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের পক্ষেই সম্ভব দেশ ও জাতির কল্যাণে সর্বাধিক অবদান রাখা। সেই সুশিক্ষিত সন্তান তৈরি অভিপ্রায় তিনযুগ আগে কালিহাতীর প্রাণকেন্দ্রে প্রতিষ্টিত হয়েছিল এই ‘কালিহাতি কলেজ’। দীর্ঘ পথ-পরিক্রমায় সুযোগ্য পরিচালনার পরিষদ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সচেতন অভিভাবকবৃন্দ, হিতৈষী শিক্ষানুরাগী ব্যাক্তবর্গ, নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ আজ স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নিয়মিত পাঠদান, ভালোফল অর্জন, সুশৃঙ্খল পরিবেশের পাশাপাশি লেক ও বাগানসমৃদ্ধ মনোরম ক্যাম্পাস প্রতিষ্ঠানটিকে মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
যে মহান আদর্শ নিয়ে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই চেতনার সূত্র ধরেই প্রতিষ্ঠা করেছিলাম কালিহাতী শাজাহান সিরাজ কলেজ।
কালিহাতী শাজাহান সিরাজ কলেজে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে এসএসসি? সমমান পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
শাজাহান সিরাজ