সত্য সুন্দরের পথ দেখায় শিক্ষা। শিক্ষার উদ্দেশ্যই হলো মানবমনের অন্ধকার দূর করে তার জীবনকে সার্থক করে তোলা। একটি মানসম্মত, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানই পারে সেই উদ্দেশ্য সফল করে তুলতে। কালিহাতী শাজাহান সিরাজ কলেজ তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি চল্লিশ বছরের দীর্ঘ সাফল্যের পথ পরিক্রমায় শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকদের নিকট একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আস্তা অর্জন করতে সমর্থ হয়েছে।
২০১৯ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকমণ্ডলীর প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
সর্বস্তরের মানুষের মাঝে শিক্ষার আলে পোছেঁ দেয়ার মহৎ স্বপ্ন নিয়ে যিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজটি প্রতিষ্ঠা করেছেন, তিনি মহান স্বাধীনতার ইশতেহাব পাঠক ও গণমানুষের নেতা জনাব শাজাহান সিরাজ। ইতিহাস যেখানে জীবন্ত, সেই গৌরবোজ্জল ইতিহাসের স্পর্শ নিয়ে ভবিষ্যতের পথে অগ্রসর শিক্ষথীর প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন।
রাবেয়া সিরাজ