দাতা সদস্যর বানী

সত্য সুন্দরের পথ দেখায় শিক্ষা। শিক্ষার উদ্দেশ্যই হলো মানবমনের অন্ধকার দূর করে তার জীবনকে সার্থক করে তোলা। একটি মানসম্মত, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানই পারে সেই উদ্দেশ্য সফল করে তুলতে। কালিহাতী শাজাহান সিরাজ কলেজ তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি চল্লিশ বছরের দীর্ঘ সাফল্যের পথ পরিক্রমায় শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকদের নিকট একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আস্তা অর্জন করতে সমর্থ হয়েছে।

২০১৯ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকমণ্ডলীর প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

সর্বস্তরের মানুষের মাঝে শিক্ষার আলে পোছেঁ দেয়ার মহৎ স্বপ্ন নিয়ে যিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজটি প্রতিষ্ঠা করেছেন, তিনি মহান স্বাধীনতার ইশতেহাব পাঠক ও গণমানুষের নেতা জনাব শাজাহান সিরাজ। ইতিহাস যেখানে জীবন্ত, সেই গৌরবোজ্জল ইতিহাসের স্পর্শ নিয়ে ভবিষ্যতের পথে অগ্রসর শিক্ষথীর প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন।

 

রাবেয়া সিরাজ

দাতা সদস্য, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পর্ষদ