শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষিত সন্তান জাতির অমূল্য সম্পদ। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের পক্ষেই সম্ভব দেশ ও জাতির কল্যাণে সর্বাধিক অবদান রাখা। সেই সুশিক্ষিত সন্তান তৈরি অভিপ্রায় তিনযুগ আগে কালিহাতীর প্রাণকেন্দ্রে প্রতিষ্টিত হয়েছিল এই ‘কালিহাতি কলেজ’। দীর্ঘ পথ-পরিক্রমায় সুযোগ্য পরিচালনার পরিষদ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সচেতন অভিভাবকবৃন্দ, হিতৈষী শিক্ষানুরাগী ব্যাক্তবর্গ, নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ আজ স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নিয়মিত পাঠদান, ভালোফল অর্জন, সুশৃঙ্খল পরিবেশের পাশাপাশি লেক ও বাগানসমৃদ্ধ মনোরম ক্যাম্পাস প্রতিষ্ঠানটিকে মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
যে মহান আদর্শ নিয়ে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতষ্ঠার....আরও দেখুন
সত্য সুন্দরের পথ দেখায় শিক্ষা। শিক্ষার উদ্দেশ্যই হলো মানবমনের অন্ধকার দূর করে তার জীবনকে সার্থক করে তোলা। একটি মানসম্মত, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানই পারে সেই উদ্দেশ্য সফল করে তুলতে। কালিহাতী শাজাহান সিরাজ কলেজ তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি চল্লিশ বছরের দীর্ঘ সাফল্যের পথ পরিক্রমায় শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকদের নিকট একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আস্তা অর্জন করতে সমর্থ হয়েছে।
২০১৯ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকমণ্ডলীর প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
সর্বস্তরের মানুষের মাঝে শিক্ষার আলে পোছেঁ দেয়ার মহৎ স্বপ্ন নিয়ে যিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজটি প্রতিষ্ঠা করেছেন, তিনি....আরও দেখুন
কালিহাতী শাজাহান সিরাজ কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
কলেজের সম্মানিত শিক্ষকদের সহায়তায় তোমরা সততা ও নিষ্ঠার সাথে তোমাদের মেধা-মননের বিকাশ ঘটিয়ে জীবনে সফল হবে এবং তোমাদের সাফল্য কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখবে-এ আশা করছি।
কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
শাহাদাত হুসেইন
সভাপতি
কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালন পর্ষদ
শিক্ষাজীবনের প্রথম ধাপ অতিক্রম করে ঐতিহ্যবাহী কালিহাতী শাজাহান সিরাজ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আন্তরিক অভিনন্দন। কালিহাতী উপজেলার প্রাণকেন্দ্রে ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্বপাশে প্রায় দশ একর জমির উপর অবস্তিত সম্পূর্ণ রাজনীতিমুক্ত এবং ব্যতিক্রমধারার এক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে গড়ে ওঠা আদর্শ শিক্ষা পতিষ্ঠান “কালিহাতী শাজাহান সিরাজ কলেজ”-এ তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি।
মহান স্বাধীনতার ইশত্হোর পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, কালিহাতীর মানুষের প্রানপ্রিয় নেতা জনাব শাজাহান সিরাজ তাঁর হৃদয়ের অপার মমতা দিয়ে কালিহাতীর সাধারণ মানুষের দুয়ারে শিক্ষার আলো পৌছে দেয়ার মহৎ উদ্দেশ্য য়ে ১৯৭৯ সালে কলেজটি....আরও দেখুন